পাঁচ বছর পর সিলেটে হতে যাচ্ছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ২০১৮ সালে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট দিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল। এরপর নিয়মিত ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হলেও সিলেটে আর কোনো টেস্ট ম্যাচ হয়নি। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেট ফিরছে সিলেটে। আসন্ন ম্যাচটি ঘিরে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট টেস্ট মাঠে বসে দেখতে সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা খরচ করতে হবে সাধারণ দর্শকদের।
সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউসে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা।
সিলেট টেস্টের টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এ ছাড়া রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এই টেস্টের টিকিট। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
২৩ নভেম্বর থেকে সিলেটে অবস্থান করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল। গত দুদিন সেখানে অনুশীলন করেছে তারা। আগামীকাল বিশ্রাম দিয়ে পরের দুদিন অনুশীলন করার কথা উভয় দলের। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে দুই দলেরই প্রথম টেস্ট সিরিজ।