বিশ্বকাপের আগে তিনটি ওয়ানডে খেলে গিয়েছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপ শেষে এবার দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছেন উইলিয়ামসনরা।আগামীকাল রাত সাড়ে ১০টা ও ১১টার দুটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে পরদিন সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবেন তারা।
আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও সেটা বাতিল করেছে কিউইরা। বিশ্বকাপের লম্বা ব্যস্ততার জন্য কিছুদিন বিশ্রাম নেবেন তারা। জানা গেছে, ২২ নভেম্বর সিলেটে যাবে বাংলাদেশ। পরদিনই অনুশীলন শুরু করবেন মুশফিকুর রহিমরা।
সিলেট পর্ব শেষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়। আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে ম্যাচটি। পুরো সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকে।