টেস্টে সেরা দশে তাইজুল
ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়াতে বাকি সংস্করণগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তারপরও টেস্টে এ বছর উজ্জ্বল সময় কেটেছে বাংলাদেশের। ঘরের মাঠে খেলা চার টেস্টের তিনটিই জিতেছে স্বাগতিকরা। তবে সবচেয়ে উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের সঙ্গে জয়। বোলিংয়ে লাল বলের ক্রিকেটে বছরটা দারুণ কেটেছে তাইজুল ইসলামের। পুরো বছরজুড়ে উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। …