শিরোপার আরেক ধাপ কাছে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এডারসনকে হারানোর পরও ম্যাচের শুরু থেকে অসাধারণ খেলছিল ম্যানসিটি। কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসে ম্যাগফাই খ্যাত নিউ ক্যাসেল। মাত্র ৩৭ মিনিটে ২-১ এগিয়ে যায় তারা। ম্যানসিটি বস পেপ তখন হয়ত পয়েন্ট হারানোর ভয়েই ছিলেন। দ্বিতীয় অর্ধেকে মাঠে নামেন সদ্য ইঞ্জুরি থেকে ফেরা ডি ব্রুইন। তিনি নিজেও …