বিশ্বকাপ একাদশে ভারতের দাপট
বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও শেষটা হয়েছে মলিন ভারতের। স্বাগতিক হয়েও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া করেছে রোহিত শর্মার দল। টুর্নামেন্টজুড়ে একচেটিয়া পারফর্ম করা দলটি এভাবে শিরোপা হাতছাড়া করবে, সেটা অনেকেই কল্পনাও করতে পারেনি। রোহিতদের সঙ্গে একপেশী ফাইনালে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে প্যাট কামিন্সের দল। ফাইনাল হারলেও বিশ্বকাপ একাদশে দাপট ভারতেরই। ১১ জনের মধ্যে ছয়জনই স্বাগতিক। অথচ …