মেলবোর্ন টেস্টে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। লাঞ্চের সময় পাকিস্তান-অস্ট্রেলিয়ার চলতি টেস্টের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ নিজের আসনে ফিরছিলেন। কিন্তু মাঠের লিফ্টে আটকা পরেন তিনি। পরে ধারাভাষ্যকারদের মন্তব্য থেকে ঘটনাটি জানা যায়।
ইলিংওয়ার্থ লিফটে আটকে থাকার কারনে ১০ মিনিট খেলা বন্ধ ছিল। মেলবোর্ন টেস্টের ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, ‘অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট সবসময় প্রথম স্থানেই থাকবে। আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন ।’
ভন আরও বলেন, ‘এটা ধীরগতির লিফট। আমরা ব্যবহার করি। যেটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমি জানি।’