ফুটবল বিশ্বে ক্লাব-ফুটবলার দ্বন্দ্ব প্রায়ই শোনা যায়। বিশেষ করে বেতন-ভাতা নিয়ে ব্যাপক জটিলতা পোহাতে হয় খেলোয়াড়দের। তবে বাংলাদেশে খেলে এমন কোনো পরিস্থিতি পড়তে হয়নি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। অথচ বাংলাদেশ তারকাকেই কিনা ধোকা দিল আর্জেন্টিনার ক্লাব!
বছর খানিক আগে শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি করেছিলেন জামাল। দেড় বছরের চুক্তিতে মাসিক বেতন ধরা হয়েছিল সাড়ে ১২ হাজার ডলার বা সাড়ে ১৩ লাখ টাকা। অথচ এরপর নাকি এক মাসও বেতন দেয়নি তারা।
ফিফার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়ে জামাল জানিয়েছেন, চুক্তির পর সোল দে মায়ো এক মাসের বেতনও পরিশোধ করেনি। আর্জেন্টিনায় অবস্থানকালে কেবল ক্লাবটি থেকে আবাসন ও খাবারের অর্থ সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে দ্রুতই ব্যবস্থা নিয়েছে ফিফা। ক্লাব কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।