Argentina lost to Brazil 1-0 in the World Cup knockout stage.
বিশ্বকাপ বাচাইপর্বে মারাকানা স্টেডিয়ামে আধিপত্য বজায় রেখে জয় পেল আর্জেন্টিনা । দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দির করা গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় নিয়ে ম্যাচ শেষ হয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের সমর্থকদের মারামারির কারণে ম্যাচ শুরু হতে আধা ঘণ্টা দেরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে লাঠিচার্জ করে পুলিশ। শুরুতে মাঠে নামলেও সংঘর্ষের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন খেলোয়াড়রা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে খেলা পরিচালনা করা হয়।
আক্রমণাত্মক এই ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি যেখানে ব্রাজিলের একাই ২৬টি। ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফুটবলার জোনেলিন্টনকে।
মারামারির কারন প্রথমে জানা না গেলেও পরবর্তীতে জানা যায়, আর্জেন্টিনার জাতীয় সংগীত চলার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়োধ্বনি দেয়ায় মারামারির সূত্রপাত হয়।
উল্লেখ্য, নিজেদের সর্বশেষ ম্যাচ হেরেছে দু’দলই।