দুর্দান্ত জয়ে নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। লিটন দাস ও শেখ মেহেদীর দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে টাইগাররা। প্রথমবার কিউইদের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণে জেতা বাংলাদেশের চোখ এখন সিরিজের দিকে।
টসে জিতে শুরুতে বোলিং নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েল শুরুতেই এক রানেই কিউইদের তিন উইকেট তোলেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী। মাঝে কিছুটা সময় দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন জিমি নিশাম। তার ৪৮ রানের ইনিংস থামলে আর কেউই সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১৩৪ রানে। বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা দারুণ করেন দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। তবে ভালো শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ রনি। তিনে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্তও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রাখেন লিটন। ৪২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। এই জয়ের ফলে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।