আকবরের অভিষেক সেঞ্চুরিতে রঙিন রংপুর

ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কায় দ্বিতীয় চার দিনের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন আকবর আলী। তার ১২৯ রানের ইনিংসের দ্বিতীয় ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। একই ছন্দ নিয়ে এবার জাতীয় লিগে শুরু করেছেন আকবর। ঢাকা মেট্রোর বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে

রংপুর বিভাগের হয়ে প্রথম দিন শেষে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে আকবরের প্রথম সেঞ্চুরির দিনে ৩ উইকেটে স্কোর বোর্ডে ২৭৭ রান তোলে রংপুর। 

অপর ম্যাচে ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৮৯ রানে অপরাজিত আছেন উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। প্রথম দিন শেষে তার দল ঢাকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৪ রান।

দিনের অন্য দুই ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ১৯৬ রানে অলআউট করেছে রাজশাহী বিভাগ। দিন শেষে রাজশাহী ২ উইকেট হারিয়ে করেছে ৭৭ রান। রাজশাহীর শেখ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি খুলনা। ১৫৫ রানে অলআউট হয়েছে নুরুল হাসানের দল। চট্টগ্রাম শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৫১ রান করেছে।

সাকিবের পক্ষ নিয়ে যা বলল লঙ্কান ফ্রাঞ্চাইজি

ভারতকে কেন হুমকি দিল ডাচরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top