অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও একাদশে ছিলেন তিনি। কিন্তু টস ও ম্যাচের পর প্রেজেন্টেশনে আসা হয়নি তার। অদ্ভুত নিয়মে পড়েই এমনটা করতে বাধ্য হয়েছে মার্শ। মার্শের বদলে টস করেন ডেভিড ওয়ার্নার আর প্রেজেন্টেশনে আসেন সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড।
জানা গেছে, সিরিজ শুরুর আগে কোভিড পজিটিভ হন মার্শ। নেগেটিভ রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে দেশটির নতুন নিয়ম অনুযায়ী কোভিড পজিটিভ হলেও খেলতে বাধা নেই; মানতে হবে কিছু বাধ্যবাধকতা। এর মধ্যে একটি হচ্ছে, মাঠে সতীর্থদের থেকে দূরে থাকতে হবে। জাতীয় সঙ্গীত কিংবা কোনো উদযাপনের সময় জড়ো হতে পারবেন না। নিয়মের ফাঁদেই ম্যাচে সতীর্থদের থেকে দূরে থেকে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন মার্শ।
শুধু মার্শই নয়, এমন নিয়মের পড়েছিলেন জশ ইংলিস ও ক্যামেরুন গ্রিন। টেস্ট সিরিজের সময় কোভিড আক্রান্ত ছিলেন তারা। তবে ম্যাচ খেলতে বাধা ছিল না। শুধু নিয়ম মেনেই মাঠে থাকতে হয়েছিল।