ভারতের দেওয়া ৩৯৯ রান তাড়া করে জিততে হলে অনেক রেকর্ড ভাঙ্গতে হবে ইংল্যান্ডের। তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৬৭ রান করেছে সফরকারী ইংল্যান্ড। তবে জো রুটের ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তার ভাজ ফেলেছে ইংলিশদের কপালে। তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়, দিনের অষ্টম ওভারে এন্ডারসনের বলে ব্যাটিং করছিলেন শ্রেয়াশ আয়ার। সেই বল ফিল্ডিং করার সময় আংগুলে চোট পান রুট। দিনের অধিকাংশ সময়ই তাই মাঠের বাহিরেই ছিলেন তিনি। তবে স্বস্তির খবর হচ্ছে তিনি চতুর্থ দিনে ব্যাটিং এ নামবেন ফ্যাব ফোর এর এই ব্যাটার।
অনভিজ্ঞ ইংল্যান্ডের বোলিং আক্রমনে টম হার্টলি, রেহান আহমেদ, শোয়েব বশিরদের সঙ্গ দেওয়ার কথা ছিল অভিজ্ঞ রুটের কিন্তু ইনজুরির কারনে বোলিং করতে পারেন নি তিনি। যদিও নতুন এই তিন বোলার ভারতের ৮ উইকেট তুলে নেন। পাশাপাশি অভিজ্ঞ জেমস আন্ডারসন ২৯ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট।
রুটের আংগুল ইনজুরি নিয়ে সারাদিন কাজ করেছেন ইংলিশদের মেডিকেল টিম যাতে করে আগামীকাল টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করতে পারেন। দিনের খেলাশেষে এন্ডারসন সংবাদ সম্মেলনে জানান, “রুটের আংগুলের অবস্থা খুব ভাল না। সে দিনের খেলার শুরুতে প্র্যাকটিসের সময় ও আংগুলে ব্যথা পেয়েছে এরপর খেলার সময় ও পেয়েছে। আমরা চেষ্টা করতেছি কাল খেলার মত তার আঙ্গুলটা যেন ভাল থাকে, আশা করি সে কাল খেলতে পারবে।“
রুটের ইনজুরির কারনে রেহান আহমেদ কে ব্যাটিং অর্ডারে তিনি নামিয়েছে ইংল্যান্ড। দিন শেষে রেহান অপরাজিত আছেন ৯ রানে, জ্যাক ক্রাউলি অপরাজিত আছেন ২৯ রানে।