শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের চুড়ান্তসুচি প্রকাশ

শ্রীলঙ্কার বাংলাদেশ

বিপিএলের পরপরই বাংলাদেশ সফর করবে শ্রীলংকা। পহেলা মার্চ শ্রীলংকা বাংলাদেশে পা রাখবে। এই সফরে তারা বাংলাদেশের সাথে তিন টি-টোয়েন্টি, তিন ওডিআই এবং দুইটি টেস্ট খেলবে।

টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে লঙ্কানদের সফর। সিরিজেরে তিনটি টি-টোয়েন্টি খেলবে সিলেটে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। সিরিজের বাকি ম্যাচ গুলো যথাক্রমে ৬ মার্চ ও ৯ মার্চ। এরপর শুরু হবে ওডিআই সিরিজ। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে হবে ১৩ ই মার্চ। বাকি ম্যাচ গুলো ১৫ই মার্চ ও ১৮ ই মার্চ।

সর্বশেষ অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজ শুরু হবে ২২ই মার্চ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। ২২ই মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ মার্চ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের এই সিরিজ শেষ হবে ০৩রা এপ্রিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top