বিজয়কে ছাড়িয়ে আরিফুল

আরিফুল

বাংলাদেশ ক্রিকেট টিম একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টাইগাররা।  ওই বছর চ্যাম্পিয়ন হলেও ১৯৯৭ সাল থেকে অফিশিয়ালি  আইসিসি’র অনুর্ধ্ব ক্রিকেট খেলে যাচ্ছে নিয়মিত।  অনুর্ধ্ব  ১৯ বিশ্বকাপ খেলেই পরবর্তীতে দেশের সেবা দিয়েছেন মুশফিক, সাকিব, তামিম, সৌম্য, মোস্তাফিজ, লিটনদের থেকে শুরু করে হালের তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরাও।

এই দলে খেলার নির্দিষ্ট একটা বয়স সীমা থাকায় খেলোয়াড়েরা এই দলে বেশিদিন খেলার সুযোগ পান না। তবে এই অল্প সুযোগের মাঝেও বাংলাদেশী ক্রিকেটারদের রয়েছে বিরল কিছু রেকর্ড। ২০১২ সালের বিশ্বকাপে এনামুল হক বিজয় ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, একই আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর আজম।

বর্তমান দলে খেলা আরিফুল ইসলামের বিরল ব্যাটিং প্রতিভা দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। অনুর্ধ্ব-১৯ পিএসএলে খেলা এই ক্রিকেটার এখন বাংলাদেশীদের মধ্যে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপে সর্বোচ্চ শতকের মালিক। মাত্র ৭ ইনিংসে ৩ টি শতক করে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন। দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক বিজয়, তিনি করেছেন ২টি শতক। এছাড়া লিটন দাস, সাদমান  ইসলাম, নাজমুল হোসেন শান্ত,  তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান জয় প্রত্যকে করেছেন একটি করে শতক।

অনুর্ধ্ব-১৯ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শতক হাঁকানোতে আরিফুলের সামনে আছেন শুধু তাওহীদ হৃদয়। হৃদয় করেছেন ৫ টি শতক সেখানে আরিফুল করেছেন ৪টি শতক। এছাড়া মাহমুদুল হাসান জয় করেছেন আরিফুলের সমান ৪ টি শতক। এনামুল হক বিজয় করেছেন ৩টি শতক।

আরিফুল যেভাবে খেলে যাচ্ছেন হয়ত একদিন বাংলাদেশিদের সকল রেকর্ড ভেঙে দিয়ে দেশের জন্য ও অনেকদিন সেবা দিয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top