তারকায় ভরা ফরচুন বরিশালের সময়টা ভাল যাচ্ছে না। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচে ভাল খেলেও হেরে যায় তামিম এন্ড কো। তবে দলের সময় ভাল না গেলেও ভাল যাচ্ছে ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানি তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগ মুহুর্তে ফেসবুকে ঘোষনা দেন নিজের তৃতীয় বিয়ের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষ নিজের ব্যক্তিগত কাজ দেখিয়ে দুবাইর বিমান ধরেন এই ক্রিকেটার। তবে দলের সাথে যোগ দিবেন তাদের পরের ম্যাচের আগেই। খেলবেন সিলেট পর্বেও। প্রথম আর দ্বিতীয় পর্বের মাঝে আছে বড় ফাঁকা সময়। তিন দিনের বিরতির পর আগামী ২৭ তারিখে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামবে তামিমের দল।
বিপিএলের এই সিজনে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না মালিক। এই পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে ৫ রানে অপরাজিত থাকেন তিনি, তবে বোলিং এ এক ওভারে ১৮ রান দেন। সর্বশেষ তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৭ রান করেন, বল করতে হয়নি এদিন তাকে।