বিপিএলের উদ্ভোধনী ম্যাচে হারার পর লিটন দাস বলেছিলেন তাদের কোচের কাছে প্রথম হারটাই ভাগ্য নিয়ে আসে। এই দাবিটা করাটাও অমুলক নয় বিপিএলের সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে কাকতালীয় বিষয় হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই দলই হেরেছে তাদের প্রথম ম্যাচে। এরপর আজ আবারো ভিন্ন দুই ম্যাচে খেলতে নামছে এই দুই দল।
আজ দুপুর ১.৩০ মিনিটে মাঠে নামবে দুই শিরোপা প্রত্যাশী দল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। রংপুরের সুপারস্টার সাকিব আল হাসান না খেলতে পারলেও আজ মাঠে নামবেন টি-টোয়েন্টির পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হার দিয়ে বিপিএল শুরু করেছিল নুরুল ইসলাম সোহানের দল।
তারা চাইবে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে। অন্যদিকে প্রথম ম্যাচে হেরেছিল সিলেট স্ট্রাইকার্স ও। তারাও চাইবে আজকের ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরতে। মাশরাফির নেতৃত্বগুনে গতবার একটা সাদামাটা দল নিয়েও ফাইনালে খেলেছিল সিলেট। এবারে কাগজে কলমে শক্ত দল না হলেও এবারো ফাইনাল খেলবে সিলেট এমনই আশা করেন সিলেটের সমর্থকরা।
গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে। তৃতীয় ম্যাচ খেলতে নামা ফরচুন বরিশাল জিতেছে একটি ম্যাচ, হেরেছেও একটা। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য, মিরাজদের দল আবারো চাইবে জয়ের ধারায় ফিরতে। কুমিল্লার হয়ে আজ মাঠে নামতে পারেন পাকিস্তানি উইকেট কিপার – ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভাল দল কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন চাইবেন আজ থেকেই তাদের জয়ের ধারায় ফিরতে।