বিপিএলের দশম আসরে প্রথম টস জিতলো ঢাকা

bpl dhaka

সব জল্পনা কল্পনা শেষ করে মাঠে গড়ালো বিপিএলের দশম আসর। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দুর্দান্ত ঢাকা টসে জিতে প্রথমে বোলিং নেয়। তবে আসরের শুরুতে বিদেশি খেলোয়াড় সঙ্কটে কোটার চারজন বিদেশি খেলাতে পারছে না গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লার নতুন অধিনায়ক লিটন কুমার দাস প্রথম ম্যাচ থেকেই নের্তৃত্ব দিবেন দলকে। জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই।

দুর্দান্ত ঢাকা স্কোয়াড : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ নাইম, দানুশকা গুনান্তালিকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রুসপুলে, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকির আলি, মাহিদুল ইসলাম অঙকন, খুশদিল শাহ, রোস্তন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড, মুশফিক হাসান।

আরো পড়ৃন:

শেষ সুপার ওভারে রোহিতের ব্যাটিং অবৈধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top