সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলায় আরো মনোযোগী হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শূন্য হওয়া ওপেনিং এর জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তার ইচ্ছায় সাড়া দিয়ে পরবর্তী ওপেনার হিসেবে তার নাম ঘোষণা দিয়েছে।
তবে স্মিথ এর ওপেনিং সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আরেক স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং ওপেনার গ্রায়েম স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। স্মিথ ওয়ার্নারের সঙ্গে খেলার স্মৃতিচারন করে বলেন, ‘ওয়ার্নার মাঠে অসাধারণ খেলতো। সে সারা বিশ্বের খেলে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সে জানত কিভাবে কোনো মাঠে সফল হওয়া যায়। সে খেলোয়াড়দের সম্পর্কেও অনেক ভালো জানতেন যেটা এত সহজ নয়।’ তিনি আরো যোগ করেন, ‘সে এমন এক মানুষ ছিল যে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করে খেলতে পারত। তার মত একজন খেলোয়াড়কে হারালে অন্য খেলোয়াড়দের উপর চাপ পড়ে।’
১১২ ম্যাচ টপ অর্ডারে খেলা এই ব্যাটারের জায়গায় স্মিথ খেললে চার নাম্বারে ব্যাটিং করার সুযোগ পাবেন ক্যামেরুন গ্রিন। মিশেল মার্শের সামনেও একটা সুযোগ থাকবে অলরাউন্ডার হয়ে দলে খেলার।