মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে জিতে স্প্যানিশ সুপারকাপ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের পায়ে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয় গোলটি করেন তিন মিনিট পরেই। রিয়াল ও এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর অবশ্য বার্সালোনার ব্যবধান কমান লেভানডফস্কি। তবে মধ্য বিরতিতে যাওয়ার আগে হ্যাটট্রিক করেন ভিনিসিয়াস। রিয়াল ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সা আর গোলের দেখা না পেলেও রিয়ালের হয়ে রদ্রিগো করে চতুর্থ গোল৷ শেষ বাঁশি দেওয়ার আগে আর গোল না হওয়ায় রিয়াল ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে।
সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া এই এল ক্লাসিকোতে ম্যান অফ দ্য ম্যাচ হন ভিনি জুনিয়র। এই মৌসুমে বার্সালোনার রিয়াল মাদ্রিদের কাছে এটা দ্বিতীয় হার। রিয়ালকে না হারাতে পারলেও আসছে গ্রীষ্মে আরো একটি সুযোগ আছে বার্সালোনার কাছে। লা লিগার সামনের এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্নাব্যুতে ২১ এপ্রিল।
বার্সা ম্যাচ হারলেও জাভিই থাকছেন তাদের কোচ এটা নিশ্চিত করেছেন বার্সালোনার স্পোর্টিং ডিরেক্টর ডিকো।