বিপিএলে ধারাভাষ্য কক্ষে বসছে তারার মেলা

আগামী ১৯ ফেব্রুয়ারী  থেকে শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসর।  টুর্নামেন্ট ঘিরে আয়োজনে কোনো কমতি রাখছেন না গভর্নিং কমিটি। এখন পর্যন্ত দেশি-বিদেশি মোট আটজন ধারাভাষ্যকার এবং দুজন উপস্থাপককে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চমকও আছে সেখানে।

যার মধ্যে আছেন বাংলাদেশি কিংবদন্তি ধারাভাষ্যকার আতাহার আলী খান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টলি এমব্রোস, দক্ষিণ আফ্রিকার এসডি অ্যাকারম্যান, নিখিল উত্তম চন্দনে, অস্ট্রেলিয়ার মাইক হ্যাইসম্যান, বাংলাদেশের সমন্বয় ঘোষ, জিম্বাবুয়ের এডওয়ার্ড  রেইন্সফোর্ড,  বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম, আয়ারল্যান্ডের নেইল ও’ ব্রায়ান এবং ভারতের পামেলা সিংহ।

এছাড়াও ব্যাকআপ হিসেবে থাকবেন রওশন আবেসিংহে, আমির সোহেল, শামীম চৌধুরী এবং মাজহার উদ্দিনের মত বিখ্যাত ধারাভাষ্যকাররা।

৮ বছরের সাজা হলো লামিচানের

ফুটবল সংশ্লিষ্ট সাংসদদের অভিনন্দন জানাল বাফুফে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top