নেপাল অলরাউন্ডার সন্দীপ লামিচানেকে ৮ বছরের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। ধর্ষণ মামলা প্রমাণিত হওয়ায় কারাদণ্ড পেয়েছেন তিনি। একই সঙ্গে তিন লাখ নেপালি রুপি জরিমানার পাশাপাশি ভুক্তোভুগীকে আরও ২ লাখ রুপি দিতে বলা হয়েছে।
দ্য কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক তরুনী ধর্ষণের অভিযোগ ওঠেছিল লামিচানের বিরুদ্ধে। গ্রেফতারের পর জামিনে মুক্ত ছিলেন তিনি। ২৩ সালের শেষ দিকে এসে দোষী সাব্যস্ত হন লামিচানে।
বুধবার সাজা শুনতে হয়েছে তার। জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’ অবশ্য তার আইনজীবী সরোজ ঘিমি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।