বিদায় টেস্টে ঘিরে যখন ব্যাপক আয়োজন। তখন বড় বিপদেই পড়লেন ডেভিড ওয়ার্নার। নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি হারিয়ে ফেলেন অজি ওপেনার। আজ সকালে ইনস্টাগ্রামে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে, ক্যাপ ফেরত পেতে আকুতি জানাতে দেখা গেছে ওয়ার্নারকে। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার একটি ফ্লাইটে ক্যাপটি হারান তিনি। অভিষেকের সময় পাওয়া ক্যাপটি যত্নে রেখে ছিলেন তিনি। কিন্তু বিদায় টেস্টের আগেই হারিয়ে বসেন।হারানো ক্যাপ ফেরত পেতে আকুতি জানিয়েছেন ওয়ার্নার লিখেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু, যা আমি ফিরে পেতে চাই।’