পার্থ ও মেলবোর্ন টেস্টে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। দুই ম্যাচেই স্বাগতিকরা দাপটের সঙ্গে জিতলেও ‘নায়ক’ হিসেবে প্রশংসিত খাজা। বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানাতে গিয়ে বারবার আইসিসির বাধার সম্মুখীন হওয়া অজি ওপেনারের প্রশংসা করেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যেভাবে প্রতিবাদী হয়েছেন তিনি, সেজন্য অ্যালবানিজিদের অভিনন্দনও পেয়েছেন বাঁহাতি ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
পার্থ টেস্টে জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লিখে প্রতিবাদ জানাতে গিয়ে আইসিসির বাধা পেয়েছিলেন খাজা। মেলবোর্ন টেস্টে শান্তির প্রতীক পায়রা চিহ্ন ব্যবহারেও বাধা পেয়েছিলেন তিনি। তবে দুবারই ভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন খাজা। তার এমন দৃঢ়তার প্রশংসা করে অ্যালবানিজি বলেছেন, ‘মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে সে (খাজা) যে সাহসের পরিচয় দিয়েছে, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে, আর পুরো দলও যে তাকে সমর্থন দিয়ে গেছে, সেটিও দারুণ ব্যাপার ছিল।’ একই সঙ্গে বিদায় টেস্ট খেলতে নামা ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে অজি প্রধানমন্ত্রী বলেছেন, ‘যখন এসসিজিতে উজি (খাজা) ও ডেভ (ওয়ার্নার) ব্যাট করতে নামবে, বিশেষ মুহূর্ত হবে সেটি।’