অবশেষে ম্যাচটা জিতেই গেল বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লিটন দাসের ৪২ রানের ইনিংস। ফিফটি না হলেও এই ছোট্ট ইনিংসের মাহাত্ম্যই বাংলাদেশের জয়। কিন্তু লিটনের উদ্দেশে ‘এক পা নিয়েই’ কথাটি কেন বলেছিলেন ধারাভাষ্যকার!
ম্যাচের শুরু থেকে একপাশ আগলে খেলার চেষ্টা করেন লিটন। সতীর্থরা যখন দ্রুত রান তোলার চেষ্টায়, তখনও নিরব স্বভাবের ব্যাটিংই করে গেছেন তিনি। কিন্তু শেষ দিকে ১৮ বলে যখন ২৪ রান প্রয়োজন; নেই ৫ ব্যাটার। তখন কিছুটা চাপও অনুভব করে বাংলাদেশ ড্রেসিংরুম।
ঠিক সে সময় পরপর চার ও ছক্কায় ম্যাচের ব্যবধান সহজ করে দেন লিটন। ঠিক কিছু সময় আগেই পায়ে ব্যথা পেয়েও উইকেট আটকে থাকা লিটনের এমন ব্যাটিং অবাক করেছে সম্প্রচারের দায়িত্বে থাকা ধারাভাষ্যকারকে। সেজন্যই বলে বসলেন, ‘এক পা নিয়েই’। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছেও ৫ উইকেটেই।