ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণের দলে ফিরতেই ১৬ মাস লেগেছে শেখ মেহেদী হাসানের। আর ফেরার ম্যাচেই কী না বাজিমাত। কিউইদের ব্যাটিংয়ের শুরুটাই ধ্বস নামিয়েছেন এই স্পিনার।
আজ নেপিয়ারে নিজের ফেরা রাঙালেন মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তিনি। ৪ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট।
২০২২ সালের ১ সেপ্টেম্বর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর জাতীয় দলের সংক্ষিপ্ত সংস্করানে আর সুযোগ পাননি মেহেদী। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে আবেগ হারিয়ে এক ইন্টার্ভিউ দিয়েই যেন নিজের পায়েই কুড়াল মেরেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করেই তাকে দলে নেয়নি বিসিবি। ইন্টার্ভিউ দিয়ে ছিলেন দলের বাইরে।
দীর্ঘ বিরতির পর সুযোগ পেয়েই তা কাজে লাগালেন এই অফ স্পিনার। ডান হাতি অফ ব্রেকের বিরুদ্ধে নড়বড়ে কিউই ওপেনার টিম সেইফার্ট। চতুর্থ বলেই সেইফার্টকে বোল্ড করে মেহেদীর উদযাপন। প্রথম ওভারেই ১ রান দিয়ে মেহেদীর এক উইকেট। দ্বিতীয় ওভারে এসে আবারও চতুর্থ বলেই উইকেট নেন তিনি।