বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ভারত

ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।  এই সিদ্ধান্তটি যে সঠিক ছিল তা প্রমাণ করেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। বৃষ্টির বাঁধায় প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে মাত্র ৫৯ ওভার। যার মধ্যে ভারত ২০৮ রান তুলে আট উইকেট হারিয়ে দিন শেষ করে।

 ভারতের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ভারতীয় ব্যাটার এবং উইকেট কিপার কে এল রাহুল। তিনি ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির ব্যাট থেকে। তিনি ৩৮ রান করে রাবাদার বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন। এছাড়াও শারদুল ঠাকুর করেন তৃতীয় সর্বোচ্চ ২৪ রান। 

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা শিকার করেন ৫ উইকেট।  এছাড়া মার্কো জানসেন এক উইকেট নেন এবং দুই উইকেট নেন নান্দ্রে বার্গার। 

উল্লেখ্য,  খেলায় ওভারের সমতা আনার জন্য পরবর্তী চার দিনই ৯৮ ওভার করে খেলার সিদ্ধান্ত নেয় আম্পায়ারর।  যদি সবকিছু ঠিক থাকে এবং বৃষ্টি আর  না হয় তাহলে কাল থেকে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৮ ওভার বেশি করে খেলা হবে।

আগামীকাল  টেস্টের দ্বিতীয় দিনে ভারত তাদের হাতে ২ উইকেট রেখে কতদূর এগিয়ে যেতে পারে। দলকে  রাহুল কতদূর নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

রাবাদার বিশাল মাইলফলক স্পর্শ

বড় দুঃসংবাদ পেলেন বাংলাদেশি পেসার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top