বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা নিজের মতোই রাঙালেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। সুপারস্পোর্টস পার্কে ম্যাচ শুরুর আগে কাগিসো রাবাদার আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট সংখ্যা ছিল ৪৯৫। শার্দুল ঠাকুরকে ফিরিয়ে পাঁচ উইকেট নিয়ে এই পেসার স্পর্শ করেন নিজের ক্যারিয়ারের ৫০০ আন্তর্জাতিক উইকেটও।
মঙ্গলবার সপ্তম প্রোটিয়াস বোলার হিসেবে ৫০০ উইকেট স্পর্শ এই ২৮ বছর বয়সী পেসারের। রাবাদার অভিষেকের পর থেকে এই পেসারের চেয়ে বেশি উইকেট আছে কেবল মিচেল স্ট্রার্কের (৫৩৫)।
সুপারস্পোর্টস পার্কে আগে ব্যাট করা ভারতীয় ব্যাটাররা এই পেসারের কল্যাণে শুরু থেকেই ছন্নছাড়া। অধিনায়ক রোহিত শর্মা দিয়ে শুরু; একেএকে শ্রেয়াস আইয়ার, ভিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও শার্দুল ঠাকুরকে ফেরান এই পেসার।