ভারতের মাটিতে বিশ্বকাপে খেলা হয়নি পেসার এবাদত হোসেনের। টুর্নামেন্টের আগে-পরে দলের একমাত্র মিসিংও নাকি ছিলেন ডানহাতি এই পেসার—বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার আরও একটি বিশ্বকাপে এই পেসারকে পাচ্ছেন না সাকিব। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের মাটিতে যৌথভাবে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এবাদত।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের দিকে ক্রিকেট মাঠে ফিরতে পারেন এবাদত। এতে করে জুন-জুলাইয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এবাদতকে পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই।
আফগানিস্তানের বিপক্ষে জুলাই মাসে ইনজুরিতে পড়েছিলেন এবাদত হোসেন। ইনজুরির কারণে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, বিপিএল মিস করেন এবাদত। হাঁটুতে অস্ত্রোপচার করায় প্রায় এক বছর থাকবেন মাঠের বাইরে। তবে ফেরার পরও ম্যাচ ফিট হতে লেগে যেতে পারে আরও কয়েক মাস।