কোকাকোলার সঙ্গে ৮ বছরের চুক্তি আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে কোকাকোলা। প্রতিষ্ঠানটির সঙ্গে আরো ৮ বছর বৈশ্বিক চুক্তিতে যাচ্ছে আইসিসি।  তিন সংস্করণেই (ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট) ২০৩১ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে।

এই অফিসিয়াল চুক্তির মাধ্যমে কোকাকোলা তার খেলাধুলার প্রতি যে অঙ্গীকার, সেটার আরও একটি মাইলফলক স্পর্শ করল। আইসিসি এবং কোকাকোলার এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বড় একটা ব্যান্ডের সঙ্গে আইসিসির একটা একক কোম্পানির সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তি হলো, যেটা প্রায় ১৩ বছর (২০১৯ থেকে ২০৩১ সাল পর্যন্ত)।

এই চুক্তির আওতায় থাকবে পুরুষ ও নারীদের সবধরনের ইভেন্ট। যার মধ্যে আছে আইসিসি বিশ্বকাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। নতুন মেয়াদ শেষ হবে ২০৩১ সালে। এর আওতায় প্রায় প্রতিবছরেই আইসিসির কোনো না কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকবে। প্রতি দুই বছর পরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকবে।

আইসিসির মার্কেটিং বিভাগের প্রধান অনুরাগ ডাহিয়া জানান, ‘আমি খুবই আনন্দিত  কোকাকোলা কোম্পানিকে পুনরায় বৈশ্বিক সহযোগীতায় স্বাগত জানিয়ে। যেটা বিশ্বের অন্যতম প্রধান কোম্পানি এবং বিশ্বের দ্বিতীয় বড় খেলাধুলাকে এক করেছে।  এই দীর্ঘ সহযোগিতায় নতুন একটা বাণিজ্যিক যুগ শুরু হবে যা খেলাধুলার অনেক উন্নতি করবে। এটা শুরু হবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা বাংলাদেশে হবে।’ 

কোকাকোলার বৈশ্বিক ভাইস প্রেসিডেন্ট ব্রেডফর্ড রস জানান, ‘আমাদের আন্তর্জাতিক খেলাধুলার সঙ্গে একটা খুবই সমৃদ্ধ সম্পর্ক আছে। আইসিসির সঙ্গে চুক্তির মাধ্যমে আমাদের খেলাধুলার প্রতি যে অঙ্গীকার এটা আরো বাড়িয়ে দিল।’

উল্লেখ্য,  এ বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২৩ বিশ্বকাপে থামস আপ এবং লিমকা স্পোর্টস বিশেষ পানীয় সহযোগী ছিল।

যেখানে বছরের সেরা শান্ত

খাজা ইস্যু: আইসিসির ওপর হোল্ডিংয়ের ক্ষোভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top