যেখানে বছরের সেরা শান্ত

২০২৩ সালটা অসাধারণ বছর গেছে বাংলাদেশী ব্যাটারদের জন্য। এ সময়ে তারা পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক ছয়টি শতক। বছরজুড়ে বাংলাদেশি ব্যাটারদের বেশিরভাগ রান এসেছে বাউন্ডারি থেকে।

তালিকায় সবার আগে থাকবেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৯ ম্যাচ খেলে ৯৯২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। যার মধ্যে বাউন্ডারি থেকেই তিনি করেছেন ৫১৬ রান এবং এতে আছে ৮টি ছক্কা ও ১১৭টি চার। 

দ্বিতীয়স্থানে আছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাউন্ডারি থেকে তার ব্যাটে যোগ হয়েছে ৩৬৮ রান। ২৩ ম্যাচে ৮টি ছক্কা এবং ৮০টি চার হাঁকিয়েছেন তিনি।

তিনে থাকা লিটন দাস বাউন্ডারি থেকে এই বছর রান করেছেন ৩৬৪ রান। যার মধ্যে ছক্কাই হাঁকিয়েছেন ১৬টি এবং চার ৬৭টি। 

চারে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বাউন্ডারি হাঁকিয়ে স্কোর করেছেন ৩৫৬। যার মধ্যে আছে ১৪টি ছক্কা ও ৬৮টি চার। পঞ্চমস্থানে থাকা তাওহীদ হৃদয় বাউন্ডারি থেকে রান করেছেন ২৯০। যার মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ১৫টি ও চার ৫০টি।

খাজা ইস্যু: আইসিসির ওপর হোল্ডিংয়ের ক্ষোভ

আক্ষেপ ঘুচাতে পারবে কী ভারত!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top