খাজাকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে অবাক কামিন্স

উসমান খাজা

ফিলিস্তিন ইস্যুতে সবর অবস্থানে উসমান খাজা। একের পর এক কায়দায় প্রতিবাদ জানাতে গিয়ে আইসিসির নিধেজ্ঞার সামনে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনারকে। এবার পায়ে শান্তির প্রতীক কবুতর নিয়ে মাঠে নামতে গিয়েও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বাধার সামনে খাজা।

তবে খাজার সঙ্গে আইসিসির এমন আচরণে অবাক অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। মার্নাস লাবুশেনে পারলে খাজা কেন নয়, এমন প্রশ্ন কামিন্সের। কেন বার বার বাধা দেওয়া হচ্ছে, মাথায় ধরছে না তার।

ব্যাটে একটা ইগলের স্টিকার নিয়ে ব্যাটিং করে থাকেন লাবুশেনে। বাইবেলের একটি পদের অর্থ বহন করা ঈগলটিতে ধর্মীয় বিশ্বাস আছে ডানহাতি এই ব্যাটারের। কিন্তু লাবুশেনের সঙ্গে খাজার পায়রা প্রতীকের মধ্যে সমস্যা কোথায় বুঝে উঠতে পারছেন না কামিন্স।

কামিন্স বলেছেন, ‘আমি খুব সূক্ষ্মভাবে এ দুটির প্রয়োগের অর্থ জানি না। তবে এটা সহজ-সরল একটা ব্যাপার, একটা পায়রা। আমরা সত্যিই উজিকে (খাজা) সমর্থন করি। আমার মনে হয়, সে যা বিশ্বাস করে, সেটির পক্ষে দাঁড়াচ্ছে। আমার মনে হয়, সে এটি সম্মানজনক উপায়েই করছে।’ যদিও বক্সিং ডে টেস্টেও খাজাকে পায়রা প্রতীকের জুতা পরতে নিষেধ করেছে আইসিসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top