ডোপ টেস্টে নিষিদ্ধ জিম্বাবুয়ের তরুণ অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে। উত্তেজনামূলক নি’ষিদ্ধ ঔষধের উপস্থিতিই কাল হয়ে দাঁড়ালো এই অলরাউন্ডারের সামনে!
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অলরাউন্ডিং পারফর্ম করেই জাতীয় দলে আসা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-২০ তে অভিষেক। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন যথাক্রমে ৩৫, ৫২ ও ৪২। অভিষেক সিরিজ, তাও আবার বিদেশের মাটিতে, এই পারফরম্যান্সকে খারাপ বলার সুযোগ নেই। টি-২০ সিরিজে জ্বলে উঠতে না পারলেও ক্যারিয়ারের ৩ নম্বর ম্যাচে চারে নেমে পাকিস্তানের বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৭০ রান করে জানান দিয়েছিলেন জিম্বাবুয়ে ওদের ক্রিকেটে নেক্সট সুপারস্টার পেতে যাচ্ছে।
প্রায় ৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। জিম্বাবুয়ের জার্সিতে ২ টেস্ট, ৩৬ ওয়ানডে আর ৬০ টা টি-২০ ম্যাচও খেলে ফেলেছেন। ব্যাটে বলে সমানতালে পারফর্মও করেছেন। মাত্র ২৩ বছর বয়সে এসে ভাঙ্গলেন ডোপিং বিরোধী নীতি। ডোপ টেস্টে ধরা পড়লো উত্তেজনামূলক নি’ষিদ্ধ ঔষধের উপস্থিতি। মাধেভেরের সাথে নিষিদ্ধ হলেন লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতাও।
২০২৪ টি-২০ বিশ্বকাপে কোয়ালিফাই না করায় বুধবার পদত্যাগ করে বসেন জিম্বাবুয়ের হেড কোচ ডেভ হটন। এবার দুই তরুণ ক্রিকেটার হলেন নিষিদ্ধ। এ যেন মরার উপর খাঁড়ার ঘা জিম্বাবুয়ের ক্রিকেটে!