বিশ্বকাপ খেলতে ভারতে এখন আফগানিস্তান দল। তবে দেশের পরিস্থিতিও ভালোভাবে পর্যবেক্ষণ করছে তারা। আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিমুখে পড়েছে সাধারণ মানুষ। তাদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা সাহায্য করার ঘোষণা দিয়েছেন রশিদ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) এ আফগান তারকা অলরাউন্ডার লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সাথে জানতে পেরেছি আফগানিস্তানের পশ্চিম প্রদেশ ( হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে।’
রশিদ আরও লিখেছেন, ‘আমি ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। আমরা শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে তহবিল গঠন করবো।