স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে মুশফিকুর রহিমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের সাতমাথায় মাটিডালি ক্রীড়াচক্র এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় সংগঠনটির সদস্য, তরুণ ক্রিকেটার, মাটিডালি উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন। সেখান থেকে প্রিয় ক্রিকেটারকে অবমাননাকারীকে বিসিবিতে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন মুশফিকের ভক্তরা।
পরে মানববন্ধনে শেষে অংশগ্রহণকারীরা বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর মুশফিকুর বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রতিবেদন’ প্রকাশের প্রতিবাদে স্মারকলিপি জমা দেন।