বিপিএলের জন্য পেছাল লঙ্কা সিরিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য পেছাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচিও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করাই ছিল বিসিবির। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নাফীস বলেছেন, ‘হ্যাঁ অল্প কয়েকদিন পেছাবে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আগেই বোঝাপড়া হয়েছিল। জাতীয় দলের সঙ্গে সমন্বয় করেই তো বিপিএল।’

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আসন্ন এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি  টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। তবে কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে, সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সূচি প্রকাশ করেনি বিসিবি।

তিন শহরে ৪৩ দিনে বিপিএলর ৪৬ ম্যাচ

১৫ বছরের বৃত্ত ভাঙল উইন্ডিজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top