নিউজিল্যান্ডে যাচ্ছেন  শান্তরাও

ঢাকা টেস্ট শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দলের একটি অংশ। আগামীকাল রাতে দলের বাকি সদস্যদেরও তাসমান পাড়ের দেশটির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। আসন্ন এই সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজ শেষ করে বিশ্রামের জন্য একদিন সময় পাচ্ছেন তারা। তবে লাল বলের সিরিজে না থাকা এনামুল হক বিজয়, লিটন দাস, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিক হাসান ও মুস্তাফিজুর রহমানরা পৌঁছেছেন নিউজিল্যান্ডে।প্রথম ধাপে দলের সঙ্গে ছিলেন তিনজন কোচিং স্টাফের সদস্য। দলের সহকারী কোচ নিক পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন তারা। জানা গেছে, মুশফিকুর রহিম ও শান্তরা পৌঁছানোর পর ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।

জ্যোতিদের বিপক্ষে ফিরলেন মারিজান

ডেকানকে উড়িয়ে টি-টেনের নয়া চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top