টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে কিউইরা। এই জয়ের ফলে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। এর আগে সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচ জিতলেও মাঠ নিয়ে অভিযোগ করেন কিউই অধিনায়ক টিম সাউদি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাউদি বলেন, ”মনে হয় আমার দেখা সবচেয়ে বাজে উইকেট ছিল এটি। ব্যাট-বলের মাঝে ভারসাম্য কম ছিল। বোলারদের হাতেই বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল। ম্যাচ ১৭০ ওভারেই শেষ হয়ে গিয়েছে। আমাদের ছেলেরা এরপরেও জয় নিয়ে এসেছে যা আনন্দের বিষয় ছিল। আসলে অনেকভাবেই তো উইকেটকে মূল্যায়ন করা যায়। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হওয়াটা উইকেট সম্পর্কে ধারণা দিয়ে দিতে পারে। প্রতি সেকেন্ডেই এখানে ব্যাট-বলের লড়াই চলমান ছিল।”
ঘরের মাঠের ফায়দা নিতে স্পিননির্ভর উইকেটের ফাঁদ পেতে সেই ফাঁদে নিজেরাই পড়ে গিয়েছে বাংলাদেশ। কিউইরা ঘূর্ণি জাদুতে কাবু করেছে টাইগার ব্যাটারদের। দলের এমন জয়ে বেজায় খুশি সাউদি। তিনি বলেন, ‘আসলে দুনিয়ার এই প্রান্তে আমাদের জন্য কন্ডিশন, উইকেট সবকিছুই অচেনা হওয়াটা স্বাভাবিক। টসে হারাটাও আমাদের জন্য ভালো দিক ছিল না। তবে এতকিছুর পরেও এমন কঠিন উইকেটে দিনশেষে জিততে পারাটা বেশ আনন্দের ছিল। বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে খেলেছে। প্রথম ম্যাচের পর এভাবে ঘুরে দাঁড়ানোটা দারুণ ছিল।’