বাংলাদেশের মত নিউজিল্যান্ড ও তাদের প্রথম ইনিংসে ব্যাটিং সফলতা দেখে নি। কেন উইলিয়ামসন এর শতক ছাড়া বাকি ১০ ব্যাটারের মধ্যে কেউই করতে পারেন নি অর্ধশতক। বাংলাদেশের দূর্দান্ত বোলিং তোপে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করার আগে পিছিয়ে আছে ৭ রানে।
দ্বিতীয় দিনের প্রথম বলেই বাংলাদেশ অলআউট হওয়া পর পুরো দিনটাই ব্যাটিং করে নিউজিল্যান্ড। ২৬৬ রানে ৮ উইকেটে তারা দ্বিতীয় দিন শেষ করে। অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ১০৪ রানে আউট হন। গ্লেন ফিলিপস করেন ৪২ রান এবং ডেরেল মিশেল করেন ৪১ রান। দিন শেষে কাইল জেমিসন (৭) এবং অধিনায়ক টিম সাউদি (১) রানে অপরজিত ছিলেন। আজ তৃতীয় দিনে মাত্র ৫১ রান যোগ করেই অল আউট হয় তারা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়াও মমিনুল হক নেন ৩ উইকেট, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং নাইম ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।
তৃতীয় দিনে কত রান লিড নিতে পারে টিম টাইগার্সরা এর প্রত্যাশায় থাকবে দর্শকরা।