শোনা যাচ্ছিল ভারতীয় দলের কোচ থাকতে চান না রাহুল দ্রাবিড়। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর চুক্তির মেয়াদ শেষ হয় তার। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় যে, রোহিত শর্মাদের কোচ থাকছেন দ্রাবিড়। যদিও নতুন মেয়াদ সম্পর্কে কিছু বলা হয়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনি বলেন, ‘দ্রাবিড়ের দর্শন, পেশাদারিত্ব এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হলে সব সময় চাপ নিতে হয়। সেই চাপ নিয়ে দ্রাবিড় যেভাবে সাফল্য পেয়েছে, সেটার জন্য ওকে শুভেচ্ছা জানাই। আমি খুশি দ্রাবিড় আবার কোচের দায়িত্ব নেওয়ার জন্য। বোর্ড এবং দ্রাবিড়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় দল আরও সাফল্য পাবে।’
ভারতীয় দলের কোচ হিসেবে আবার দায়িত্ব নেওয়ার পর দ্রাবিড় বলেন, ‘দুই বছর ধরে দল হিসেবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি; কিন্তু এই দুই বছরে আমরা একটা দল হিসেবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে, পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসেবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিকভাবে নিজেদের তৈরি করেছি, তার ফল আমরা দেখেছি।’