সেঞ্চুরি হাঁকিয়ে ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন উইলিয়ামসন

তাইজুল ইসলামদের স্পিন ঘূর্ণিতে সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একাই লড়ছেন কেইন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসেই হাঁকিয়েছেন সেঞ্চুরি, গড়েছেন দারুণ এক রেকর্ডও।

টেস্টে ২৯তম শতক হাঁকিয়ে তিনি স্পর্শ করেছেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে।  ইনিংসের ৭৬তম ওভারে নাঈম হাসানের বল স্কয়ার লেগে খেলে এক রান নিয়ে উইলিয়ামসন পূর্ণ করে সেঞ্চুরি। ১৮৯ বলে ১১ চারে তিনি এই শতকপূর্ণ করেন। দুবার জীবন পাওয়া এই ব্যাটারকে শেষ পর্যন্ত থামিয়েছিলেন তাইজুল।

এর আগের ওভারে থিতু হয়ে থাকা গ্লেন ফিলিপসকে ৪১ রানে ফেরান মমিনুল হক।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ৩১০ রানে। কিউইরা দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে তোলে ২৬৬ রান। বাংলাদেশের চেয়ে এখনো ৪৪ রানে পিছিয়ে তারা।

মুমিনুলের সঙ্গে সেলফি তুলতে মাঠে খুদে ভক্ত

প্রথম দিনেই ক্যাডমোর ঝড়, জয় ডেকান-নিউ ইয়র্কের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top