টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা তামিম

tamim

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড সব ফরমেটেই ফেভারিট হিসেবেই শুরু করে। এরপর ও তাদের বিপক্ষে নিয়মিত জয় পায় বাংলাদেশ। গত টেস্ট চ্যাম্পিয়নশীপ সাইকেলের প্রথম ম্যাচেই এবাদাত আহমেদের অসাধারণ নৈপুণ্যে কিইউদের তাদের মাটিতে হারিয়ে নিউজিল্যান্ডে প্রথম কোন জয় পায় বাংলাদেশ।

এই দুই দলের স্টেস্ট ম্যাচ গুলোতে ব্যাটিং এ অসাধারণ করেছেন বাংলাদেশি ব্যাটাররা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন তামিম ইকবাল। তিনি ১১ ম্যাচে ২০ ইনিংস খেলে ৪৫.৪০ গড়ে করেছেন ৯০৮ রান। যার মধ্যে আছে একটি শতকের ইনিংস। দ্বিতীয়তে আছেন দেশের ইতিহাস সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৮ ম্যাচের ১৫ ইনিংস খেলে করেছেন ৭৬৩ রান। যার গড় ৬৩.৫৮। সাকিব কিউইদের বিপক্ষে হাকিয়েছেন দুইটি শতক।

এই তালিকায় ৩য় স্থানে আছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি ৭ ম্যাচে ১৪ ইনিংস খেলে দুই শতকের মাধ্যমে করেছেন ৬৪৬ রান। যেখানে তার গড় ৫৮.৭৩। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ম্যাচের ১০ ইনিংস খেলে করেছেন ৪৯৩ যেখানে আছে দুইটি শতকের ইনিংস এবং গড় ৪৯. ৩০। তালিকার ৫ নম্বরে আছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ৯ ম্যাচের ১৫ ইনিংস এবং করেছেন ৪৪২ রান। যার গড় ৩৪.০০, তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হাকিয়েছেন ১ টি শতক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top