উগান্ডার কাছে ধরা খেয়েছে জিম্বাবুয়ে

হিথ স্ট্রিক সম্ভবত এমন হার দেখে স্বর্গ থেকেও কষ্ট পাবেন। তার সময়ে কি দাপুটে দল ছিল জিম্বাবুয়ে। তিনি বল হাতে গতির ঝড় তুলতেন। ব্যাটে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার ও গ্র্যান্ড ফ্লাওয়ার। সঙ্গে অ্যালিস্টার ক্যামবেল। তখন জিম্বাবুয়ে অনেক টেস্ট খেলা দেশকে হেলায় হারিয়েছে। সেই দেশের এমন করুণ দশা দেখে স্ট্রিকের দুঃখ পাওয়ার কথা। উগান্ডার কাছে ৫ উইকেটে হার মেনে নেওয়ার মতোও নয়। 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে চমক দিয়েছে উগান্ডা। 

নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৩৭ রান করে। 

অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে করেন ৪৮ রান। জবাবে ৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় উগান্ডা। মাত্র ১২ রানে ২ উইকেট হারানোর পর আলপেশ রামজানির ২৬ বলে ৪০ ও রিয়াজাত আলি শাহর ২৮ বলে ৪২ রানের ইনিংসে ভর করে অঘটন ঘটায় উগান্ডা। আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছে তারা। জিম্বাবুয়ের বাছাইপর্বের শুরুতে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরে যায়। গতকালের হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে তারা।

জার্সিতে স্পন্সর ছাড়া খেলবেন মুশফিক-শান্তরা

তামিমের সঙ্গে বসছেন বিসিবি সভাপতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top