বিশ্বকাপ শেষে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ড। চাকরি ছাড়ার এক মাস না যেতেই নতুন জায়গায় যুক্ত হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো দলটির প্রধান কোচের ভূমিকায় আছেন।
বিষয়টি নিশ্চিত করে দলটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডোনাল্ডের ইনস্টাগ্রামে জানানো হয়েছে। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কোনো তথ্য না থাকলেও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রোটিয়া কিংবদন্তি ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন।’
২০২২ সালের মার্চে বাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। এরপর থেকে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের আগলে রেখেছিলেন তিনি। বিশ্বকাপের পরও আরও এক বছর এই প্রোটিয়া কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু পারিবারিক কারণে সেটা উপেক্ষা করার কথা কালবেলাকে জানিয়েছিলেন ডোনাল্ড। যদিও চলে যাওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে তার, যেগুলো বলতে চাননি তিনি।