অবশেষে বাবর ইস্যুতে পিসিবির বিবৃতি

ওয়ানডে বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। দশ দলের টুর্নামেন্টে তারা ৫ নম্বরে শেষ করে। এরপর দেশে ফিরে অধিনায়কত্ব হারান বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপে সমালোচনার ঝড় বইতে থাকে। সেসব নিয়ে এতদিন মুখ খোলেনি পিসিবি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান আলিয়া রশিদ গতকাল বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই। পিসিবি কখনো একবারের জন্যও বিশ্বকাপ চলাকালীন বাবরের সমালোচনা করেনি। হারের পেছনে বাবরকে দায়ীও করা হয়নি। দেখুন, বাবরকে সবাই সমীহ করে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘বাবর স্বাধীনচেতা। আমার মনে হয়, সব অধিনায়কেরই সেটা থাকা উচিত। তার মানে এই নয় যে, আপনি নির্বাচক কমিটির বাকি সদস্যদের কথা উপেক্ষা করবেন। প্রেস বিবৃতিতে স্পষ্ট বলা ছিল যে, দলটা ইনজামাম (পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক) এবং বাবরের। বাবর কখনো কোনো ক্রিকেটারকে নিয়ে আপস করতে চাননি। এটাই সত্যি। সবার জন্য লড়াই করেছেন। এটা কেউ শুনতে না চাইলেও বলতে হবে।’

বাংলাদেশ সিরিজে দল ঘোষণা করল দ. আফ্রিকা

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top