বাংলাদেশ সিরিজে দল ঘোষণা করল দ. আফ্রিকা

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নারী দল। এরই মধ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। এ সিরিজ দিয়েই দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক হলেন লরা ভলভার্ট। তিন সংস্করণের ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে দলটির অধিনায়ক হয়েছেন তিনি।

ভলভার্টকে প্রোটিয়া নারী দলের স্থায়ী অধিনায়ক ঘোষণা করে নির্বাচকদের আহ্বায়ক ক্লিন্টন দু প্রিস বলেছেন, ‘ভলভার্টকে আনুষ্ঠানিক অধিনায়কত্ব দেওয়া এবং তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আমাদের পরবর্তী ধাপের পরিকল্পনার অংশ।’

আগামী ৩ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি ডি রিডার, লারা গুডাল, আয়ান্দা লাবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ-মারি-মার্কস, ননকুলুলেকো মালাবা, তামি সেখুখুনে, ননদুমিসো শানগাসে ও দেলমি টাকার।

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন জ্যোতিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top