টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভিন্ন দুটি ফ্লাইটে ১৭ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন।
বিসিবির লজিস্টিক বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে। জানা গেছে, আজ রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসেন ৩ ক্রিকেটার।আধাঘণ্টা পরই দুবাই হয়ে আসেন আরো ১৪ জন। দুই ফ্লাইট মিলিয়ে ১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা এসেছেন।
জানা গেছে, আরও কয়েকজন সদস্যের আগামীকাল রাতে আসার কথা। তারা অবশ্য সরাসরি প্রথম টেস্টের ভেন্যু সিলেটে চলে যাবেন। তবে আজ রাতে যারা এসেছেন, তারা সিলেটের উদ্দেশে রওনা করবেন আগামীকাল সকাল সাড়ে ১০টার ফ্লাইটে। বাংলাদেশ দল ঢাকা থেকে সিলেট যাবে আগামীকাল রাত ৮টায়। সিরিজের প্রথম ম্যাচে ২৮ নভেম্বর। পরেরটি ৬ ডিমসেম্বর ঢাকায়।