কিছুদিন আগেই নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর। অনির্দিষ্টকালের জন্য দেশটির সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে যাওয়া এ টুর্নামেন্ট এখন হবে দক্ষিণ আফ্রিকায়।
গতকাল ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কার জাতীয় দলসহ সব ধরনের ক্রিকেট খেলা চললেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, এমন সিদ্ধান্তও হয়েছে বোর্ড মিটিংয়ে। অর্থাৎ সদস্যপদ স্থগিত থাকলেও খেলা চালিয়ে যেতে সমস্যা নেই লঙ্কানদের।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক অনিশ্চয়তার কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হয়েছে। আগামী ১৪ বা ১৫ জানুয়ারি থেকে টুর্নামেন্টটি হবে দক্ষিণ আফ্রিকা। একই সময় দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও আয়োজনের সমস্যা নেই বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।