ভারতের ফাইনালেও ছিল দর্শক হাহাকার

india final match

ভারতের ভিসা জটিলতার কারণে এবারের বিশ্বকাপে বিদেশি সমর্থক খুব একটা দেখা যায়নি। তবে বেশ কয়েকটি ম্যাচ ঘিরে ছিল উত্তেজনা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের মাধ্যমে রেকর্ড গড়তে চেয়েছিল ভারত। কিন্তু সেটা আর হয়নি। এখনো টিকে রইল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠেছিল ভারত। ১০ ম্যাচের দশটিতে জিতে শিরোপার খুব কাছে ছিল রোহিত শর্মার দল। স্বাগতিকদের ফাইনালে ওঠাতে দর্শকদের যেভাবে আগ্রহ তৈরির কথা ছিল, সেরকম কিছুই দেখা মেলেনি। নীল সমুদ্রের এক তৃতীয়াংশই ছিল ফাঁকা।

টসের সময় মাঠজুড়ে দর্শক গর্জন দেখা মিললেও সংখ্যায় ছিল কম। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন মাঠে দর্শকের উপস্থিতি ছিল ৯২ হাজার ৫৪৩। আয়োজক কমিটিই প্রকাশ করেছে এমন তথ্য। অথচ ২০১৫ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি দেখতে মেলবোর্নে উপস্থিত ছিল ৯৩ হাজার ১৩ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top