পর্দা নামল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন ক্রীড়ামোদীরা। ভারতের একপেশে আধিপত্যের সঙ্গে দেখা মিলেছিল আফগানিস্তান ও নেদারল্যান্ডসের উত্থান। সব মিলিয়ে দারুণ এক বিশ্বকাপের শিরোপার লড়াইটা করেছে স্বাগতিক ভারত ও পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপার সঙ্গে কত পাচ্ছে চ্যাম্পিয়ন দল, সেটিও এবার জেনে নেওয়া যাক।
বিশ্বকাপ শুরুর এক মাস আগেই প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। সব মিলিয়ে ২০১৯-এর মতো এবারও ১ কোটি ডলার প্রাইজমানি রেখেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে শিরোপাজয়ী দল পায় ৪০ লাখ ইউএস ডলার বা ৪৪ কোটি টাকা। শিরোপার লড়াইয়ে থাকা দ্বিতীয় দলটি পায় ২০ লাখ ইউএস ডলার। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য রাখা হয়েছিল ৪০ হাজার ডলার।
নকআউট পর্বের আগেই বাদ পড়েছে বাংলাদেশসহ ছয় দল। প্রত্যেক দলকে দেওয়া হয়েছে এক লাখ ডলার করে। তবে যে যতটি ম্যাচ জিতেছে, সে ততবেশিই জয়ের বোনাস পেয়েছে। টুর্নামেন্টে সেমিতে এসে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাদ পড়া দুই দল পায় ৮ লাখ ইউএস ডলার করে। আইসিসির বার্ষিক সভায় দেওয়া ঘোষণা অনুযায়ী, ছেলেদের বিশ্বকাপের সমপরিমাণ প্রাইজমানি থাকছে মেয়েদের বিশ্বকাপেও। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।