ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের যত রেকর্ড ছিলএর অধিকাংশ রেকর্ডেই এবারের বিশ্বকাপে নতুন করে লিখতে হয়েছে। এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান, এক টুর্নামেন্টে সর্বোচ্চ শতক, এক টুর্নামেন্ট এ সর্বোচ্চ ছয় (৬৩৬ টি), সবচেয়ে বেশি রান চেজ করে জয়। এমন অনেক রেকর্ড যেমন হয়েছে তেমনি ব্যক্তিগত অনেক মাইলফলক ও দেখেছে ক্রিকেট বিশ্ব। এই ব্যক্তিগত এমন দলীয় পারফর্মেন্স এর ভীড়ে নির্বাচকদের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় খোজা একটু কঠিন ও হয়ে যাবে।
ব্যাটাররা ছিলেন পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ। কুইন্টন ডি কক, রাচিন রবীন্দ্র, রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার এবং অবিশ্বাস্য খেলতে থাকা বিরাট কোহলি। এদের মাঝে টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে থাকবেন বিরাট কোহলি, কুইন্টন ডি কক এবং নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রাবিন্দ্রা। কোহলি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৩ শতকে করেছেন ৭১১ রান যেখানে তার গড় ১০০+ এবং সেমিফাইনালে তিনি ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ৫০ শতকের রেকর্ডটাও করেন। স্বপ্নের মত এক বিশ্বকাপ শুরু করেছিলেন দক্ষিন আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। তিনি এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ টি শতক হাকিয়ে করেছেন ৫৯৪ রান। ব্যাটিং রাচিন নিজের প্র্যথম বিশ্বকাপে কাটিয়েছেন স্বপ্নের মত। তিনটি শতক হাকিয়ে তিনি ১০ ইনিংসে ৫৭৮ রান করেছেন এর পাশাপাশি হাত ঘুরিয়েও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৫ টি উইকেট নিয়েছেন।
বোলিং এ অসাধারণ এক বিশ্বকাপ কাটাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামী। তিনি ৬ ম্যাচে ৯.১৩ গড়ে নিয়েছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২৩ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা এডাম জাম্পা ১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট।
আজই নির্ধারণ হবে কে হবে টুর্নামেন্ট সেরা। তবে এটা বলাই যায় বিরাট কোহলি, রাচিন রাবিন্দ্রা, ডি কক কিংবা মোহাম্মদ সামী এদের কেউ একজনই পাচ্ছেন এই গৌরবের পুরুষ্কারটি।